Monday, August 19, 2013

RISHI026@GMAIL.COM

#### " বিষ পোড়া " ####
লেখক : ঋষি
*************************************
সময় পুড়ছে দেখো বিশ্ব উনুনে
পুড়ছে সাথে জল আর কাদা।
আর পুড়ছে জীবন
সাথে হৃদয় গাদা গাদা।

সকালবেলায় শুন্য হাঁড়ি
শুন্য জীবন ,মহামারী।
পরে থাকা ছাই
আদুরে ভারী।
তাকে কি আর ভুলে থাকা যায়
আজ আছি।
তবু সময় বলে
চল চলে যাই।

পুড়ছে মানুষ দেখো  বিশ্ব উনুনে
সব নগ্ন ,সব কামার্ত ,সব লোভী।
ছড়ানো সব ভন্ড অনুভূতি
আর পুড়ছে হৃদয়ে রাখা ছবি।

সন্ধ্যার আরতিতে পেটের চিত্কার
জীবন আরতিতে মৃত্যুর চিত্কার।
পুড়ছে আর পুড়ছে
ছড়ানো পোড়ার গন্ধ,
নেই মন ,নেই ছন্দ
নেই জীবন ,লন্ডভন্ড।
আজ আছি বিশ্ব উনুনে
কাল পোড়া ছাই
জীবন শুধু পুড়তে  থাকে হায়।
*************************************

No comments:

Post a Comment

পঁচিশে বৈশাখ

যে শহরে তুমি নেই সেখানে তোমার  উদ্‌যাপন  হয় সকলে ছবি সাজায় , ধুপ জ্বালে, গলায় রজনীগন্ধা হারমোনিয়াম বাজে,স্যোসাল লাইভ,মঞ্চ গানে, গাঁথায় পঁচিশ...