Wednesday, August 28, 2013

RISHI026@GMAIL.COM

#### " আদিম গুহা " ####
লেখক : ঋষি
******************************************
হেঁটে হেঁটে ঠিক পৌঁছে যাবো
এই আদিম গুহার বাইরে।
এক অপেক্ষায় ,এক প্রচেষ্টায়
আমি হাতড়ে বেড়াই
একটা মুক্তি।
হাতের তালুতে বন্দী অসংখ্য ছকে
অসংখ্য বাঁধা বিপত্তির মাঝে
কতো যুক্তি কত তর্ক।
আজও ওড়ে  প্রাচীন কফি হাউসের দেওয়ালে ,
আজ ও কতো শক্তি ,সুনীলের স্বপ্ন মরে।
কাঁদতে থাকে প্রেম নোঙরা ফুটপাথে
পরে থাকা বাসি  ভাত খায়
আকাশের দিকে হাত বাড়ায়।
অসংখ্য মৃত্যুর করুন সাক্ষী স্বপ্নের চাঁদ
স্বপ্ন দেখায় ,
কখনো হাসায় ,কখনো কাঁদায়,
জোত্স্না ঝড়ে আদিম গুহার বাইরে।
ঝরে পরে প্রেম ,ঝরে লজ্জা
ঝরে  মিছিলের লোক সজ্জা
আর আমি হামাগুড়ি দিয়ে এগুতে  থাকি।
আলোর খোঁজে এই আদিম গুহার মাঝে
একলা আমি আর এই গুহা
প্রাচীন থেকে একি পথ ধরে।
********************************************

No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...