Monday, August 5, 2013

RISHI026@GMAIL.COM

## " বৈচিত্রহীন রোজনামচা " ##
লেখক : ঋষি
*************************************
নীল কালো শব্দ কোষে
আজ বৈচিত্রের আগমনী বার্তা।
ছোটবেলার সেই দূরদর্শনের ধ্বনি
আজ ও মনের কোনে
ভালো লাগার ঢেউ তোলে।
বেশ তো ছিলাম
জমা জলে কাগজের নৌকো ভাসিয়ে
মনের কোনে স্বপ্ন সাজিয়ে।
বৃষ্টির আচঁলে  মায়ের আঁচল
জীবনের অর্থের স্বপ্ন সাজিয়ে।
আজ এত বছর পরে
ইচ্ছা করে ছুয়ে ফেলি
মহালয়ার সেই সকালের সুর।
ইচ্ছা করে দুহাত মেলে
বৃষ্টির জল ধরে রাখি হৃদয়ে।
বলতে ইচ্ছা করে
চিত্কার করে আমি বড় হতে চাই
বাবার মত বড়।
আজ ডিজিটাল স্পর্শে
স্বপ্নগুলো গৃহ বন্দী।
ইচ্ছাগুলো মাথা কুঁটে  মরে
জমানো ব্যস্ততায়।
আজ পৃথিবীটা ভীষণ ছোট
মানুষ গুলো তার থেকেও ছোট।
আজ আর আমার বড় হওয়ার নেই
আজ আর আমার কিছু করার নেই
আজ রোজকার এই জীবনের হিসেবে
আমার কোনো বৈচিত্র নেই।
*****************************************


 

No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...