Thursday, August 29, 2013

RISHI026@GMAIL.COM

####### " মূল্যহীন " #######
লেখক : ঋষি
***********************************************
আজ রক্তের স্বাদ সময়ের মিষ্টি লাগে।
আমি পিশাচ , আমি লোভী
আমার  রক্তিম থাবা
আর নখের গভীর উপস্হিতি জীবনের গায়ে।
দুপা চলার ফাঁকে
জামার বোতামের অস্থির পদাঘাতে
বৃষ্টি রুপী বিলম্বিত মহামারী অশ্রুকনায়
ঝরে বিষ ,ঝরে কষ্ট।
প্রতি মোড়ে ,ঘুরে ঘুরে
ঘর ভাঙ্গে ,
মূল্য চাই মূল্য।
বাঁচার মূল্য,,,, এ জীবনের মূল্য
দুকণা ভাতের মূল্য ,,,জন্মের মূল্য ,,,মৃত্যুর মূল্য।
পেট্রলের আগুনে লাগে জীবনে
পুড়ে যায় রাস্তার দুরত্ব জীবনে।
কমতে থাকে
এক পাও এগোয় না ,একপাও পিছোয় না।
দাঁড়িয়ে যায়
সময়ের সময়ের লোভ রক্তের মূল্যে।
*************************************************

No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...