Friday, August 16, 2013

RISHI026@GMAIL.COM

##### " লজ্জা " #####
লেখক : ঋষি
****************************************
কৌমার্যের বিকলাঙ্গ বলিরেখা
আরক্ষণ না লেহন।
শরীরের ঝরে পরা লজ্জা
বৃষ্টির এক ঝাঁক পায়রা
উড়ে যায় নীল  আকাশে।
নেমে আসে লজ্জা আকাশ থেকে
সে কি লজ্জা না শর শয্যা।
রক্ত বন্যায় প্লাবিত কৃষ্ণাঙ্গ যুবতীর বুকে
নেমে আসে হালের ধারালো ফলা।
চিরে যায় বুক
গভীর থেকে আরো গভীরে
বর্ষিত হয় জৈবিক আকাঙ্খা
একি ইচ্ছা না অনিচ্ছা।
মিলে যায় শুক্রানু গহীন অরণ্যে
আশঙ্কা  অজন্মা  একটা জন্ম
একটা নাম না জানা অস্তিত্বের।
একজন কলঙ্কিনীর কৌমার্য হারানো
আত্মার চিত্কার হাহা কার করে
একি অলংকার না লজ্জা।
কি বলি
এটা লজ্জা ,এটা লজ্জা ,এটা লজ্জা  .............
**********************************************

No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...