Saturday, August 17, 2013

RISHI026@GMAIL.COM

##### " জোকার " #####
লেখক :ঋষি
************************************************
পায়জামার দড়ির বাঁধনটা খুলে গেল
বিবর্ণ ভাঙ্গাচোরা আয়নার সামনে দাঁড়িয়ে
জোকার হাসে।
হাসির শব্দে নগ্নতা প্রকট
কোনো গরুর গাড়ির চাকার শব্দবহুল বাতাসে।
মিশে যায়  হাসি
ক্যাচ কুচ  ,ক্যাচ কুচ।
জোকার না দেখার অভিনয় করে
চোখে জল
আহা কি কষ্ট
আসলে জোকার হাসতে থাকে।
নিজেকে ভালো দেখার বিনিময়ে
নিজেকে ভালো রাখার বিনিময়ে
জোকার হাসতে থাকে।
নিজের নগ্নতা না দেখার বিনময়ে
আসলে ওটা হাসি নয় কান্না
জোকার কাঁদতে থাকে।
হাসির ঝলকে কান্নার হাহাকার
জোকার কাঁদে।
জোকার হাসে ,কান্নার বিনিময়ে
নগ্ন নগ্নতা ঢাকার বিনিময়ে।
*****************************************************

No comments:

Post a Comment

পঁচিশে বৈশাখ

যে শহরে তুমি নেই সেখানে তোমার  উদ্‌যাপন  হয় সকলে ছবি সাজায় , ধুপ জ্বালে, গলায় রজনীগন্ধা হারমোনিয়াম বাজে,স্যোসাল লাইভ,মঞ্চ গানে, গাঁথায় পঁচিশ...