Thursday, August 15, 2013

RISHI026@GMAIL.COM

### " আজকের স্বাধীনতা " ###
লেখক : ঋষি
*****************************************
আজ  মাংসের হাঁড়িতে স্বাধীনতা পুড়বে
সকাল থেকে তার আয়োজন।
মাইকে মা তুঝে সেলাম
পাড়ায় পাড়ায় ছুটির আভাস ,
রক্ত ঝরা স্বাধীনতা
ছুটির জন্য আজ তোর  প্রয়োজন।

এ স্বাধীনতা মানে
 লজ্জা।
এ স্বাধীনতা মানে
হাহাকার  .
এ স্বাধীনতা মানে
বার্থতা।

দেশ নাকি স্বাধীন আজ
৬৬ বছর পার হলো।
রক্ত গঙ্গায় স্বাধীনতা এলো
কত মহান শহীদ হলেন।
হৃদয়ে নয়
তারা সবাই  ইতিহাসে রয়ে গেলেন।

আমার কাছে স্বাধীনতা মানে
শহীদ স্মরণ।
আমার কাছে স্বাধীনতা মানে
১০০ কোটির হাসি।
কষ্টের স্বাধীনতা তোমার স্মরণে
আমরা ভালো আছি।
***************************************



No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...