Monday, August 19, 2013

RISHI026@GMAIL.COM

### " বৃষ্টি হবে " ###
লেখক : ঋষি
****************************************
দু চারটে  তির্যক দৃষ্টি
কি এসে যায়।
যে বৃষ্টি নেমেছে
তাকে ঠেকানো  গেছে না যাবে।
আম ,কাঁঠাল আর শিশিরের ভিড়ে
লেগে থাকা ঠুনকো নিয়মগুলো
কখনো বদলানো গেছে,না যাবে কখনো।
বৃষ্টি নেমেছে নামুক
রাস্তায় পরে আছে হাজারো শামুক।
কি করা যাবে
এ বৃষ্টি কি আর ছাতায় ঠেকানো যাবে।
একলব্যের কাঁটা বুড়ো আঙ্গুলে
কি আর স্বপ্ন সত্যি হবে।
সময়ের পারে রাখা অনির্দিষ্ট পারাপারে
হাজারো  লিপি গাঁথা।
বৃষ্টির প্রতি বিন্দুতে তার স্পর্শ
কি করা যাবে ,
হাত ঘষে যদি অশ্রু মোছা  যায়
তবে কি বৃষ্টি বেলায় স্বপ্ন সত্যি হবে।
কি আসে যায়
যেমন চলছে চলুক
এমনি বৃষ্টি হবে।
******************************************

No comments:

Post a Comment

রবিঠাকুর বেঁচে থাকলে

রবিঠাকুর বেঁচে থাকলে বেশ ভালোই হতো বেশ গুছিয়ে নিউজচ্যানেল, খবরের পাতায় গসিপ হতো,  তার লাইফ স্ট্যাইল, বিদেশ ভ্রমণ এমনকি তার সেক্স আপিল নিয়েও ...