Sunday, August 25, 2013

RISHI026@GMAIL.COM

#### " অন্য পৃথিবী " ####
লেখক : ঋষি
***********************************************
হোক না একটু অন্যরকম
উল্টো গোলকের উল্টে যাওয়া সময়।
সূর্যের আলো এ গোলকের উপর নয়
পরুক গোলকের গহীন হৃদয়ে।
যেখানে অন্ধকার স্যাতস্যাতে ঘরে
বাস করে মানুষের পাপবোধ গুলো।
সেখানে একটু দিনের আলো  আসুক
একটু হাসুক জীবন সত্যি আলোয়।
কোনো উন্মুক্ত যৌবনা নারীর বুকে
প্রেম ফুটুক, শরীরী নয় হৃদয়ের।
হৃদয়ের প্রকোষ্ঠে বাসা বাঁধুক
বেঁচে থাকার আকুতি।
শিরায় শিরায় লাল রক্তে শান্তি নামুক
হিংসার ডাস্টবিনগুলো পুড়ে যাক শান্তির আগুনে।
শরীরে সেলাই করা রিপুগুলো
মুখ লোকাক গোলকের বাইরে।
ভেসে  যাক মানুষের সম্পর্কে  বাঁধানো সত্যি অনুভূতি
হৃদয়ে ঘরে আর হৃদয়ের বাইরে।
ঝড়ের শব্দে সব অন্যায় উড়ে যাক
শুকনো পাতার মতো।
মস্তিষ্কের শাখায় নতুন ফুল ফুটুক
নিষ্পাপ আলোরণে জীবন হাসুক।
আরো আলো আসুক
আরো আলো  .........................
*****************************************************

No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...