Friday, August 16, 2013

RISHI026@GMAIL.COM


#### " বেঁচে থাকা " ####
লেখক : ঋষি
*******************************************
ব্যস্ত দিনলিপি ,অগাধ আকর্ষণ
বেঁচে থাকা।
খালি পায়ে পথ চলা
জুতোর ভিতর দমচাপা হাহাকার।
ফুটপাথে নোঙরা হাড় দেখানো লাবন্য
সাজানো পঞ্চম তলায় লোভার্ত চিত্কার।

এই বেঁচে থাকা
জামার তলায় মাংসের আস্তরণ
তার তলায় জমানো আর্তনাদ।
একটা হৃদয়
পূর্ণ অথবা শুন্য
সবটাই মাখামাখি জীবনে।

এই বেঁচে থাকা।
বাস ,ট্রামে শুকনো ঘামার্ত মুখ,
শুকনো মাতৃত্বের শুকনো বুক।
একটু খিদে
এক থালা স্বপ্নের ঐশ্বর্য
সব মলিন।

এই বেঁচে থাকা
সাজানো সময়ে সাজানো অনুভূতি
বিক্রি কোনো নির্দিষ্ট দিনে,
কয়েকটা খুচরো আধুলির
নড়াচড়া শুন্য ভাঁড়ে।
অসংখ্য ধন্যবাদ
এই বেঁচে থাকা।
********************************************

No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...