Thursday, August 22, 2013

RISHI026@GMAIL.COM

#### " লজ্জা " ####
লেখক : ঋষি
**************************************
সেই মেয়েটা যার শৈশবে
চন্দ্রবিন্দু দিয়ে দিলে।
সেই মেয়েটা যার কৈশোরে
রক্ত মাখিয়ে দিলে।
সেই মেয়েটা যাকে
পুড়িয়ে মেরে দিলে।
সে সোম লতা হোক কিংবা হেম লতা
সে আমার দেশ হোক বা তোমার।
কিন্তু লজ্জা তো লজ্জাই থাকে
সে মানুষ হোক বা মনুষত্বের।

সেই কালিগুলো
যেগুলো ছড়ানো ফুটপাথে।
সেই খিদেগুলো
যেগুলো লেগে হাতের চেটোয়।
সেই কষ্টগুলো
যেগুলো লেগে চোখে মুখে।
সে ভিতরের হোক বা বাইরের
সে আমার ঘরের হোক  বা বাইরের  .
কিন্তু লজ্জা তো লজ্জাই থাকে
সে সমাজ হোক বা রাষ্ট্র।

সেই কুসংস্কার যেটা একটা
ভ্রুণ হত্যা করলো।
সেই অশিক্ষা যেটা একটা
শিশুর বলি দিলো।
সেই রাজনীতি যেটা সবার
মুখের ভাত কেড়ে নিলো।
সে এখানে হোক বা ওখানে
সে আমার হোক বা তোমার।
কিন্তু লজ্জা তো লজ্জাই থাকে
সে সময় হোক বা সময়ের বাইরে।
**************************************

No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...