Sunday, August 4, 2013

RISHI026@GMAIL.COM

#### " অরিত্র আমার বন্ধু " ####
লেখক : ঋষি
*************************
নিজেকে  সরিয়ে রেখে
নিজেকে ভুলিয়ে রেখে
কিছুই ভোলা যায় নি।
অরিত্র তুই জানিস
আজ বন্ধু দিবস।
পুড়ে যাওয়া  স্মৃতিটুকু  তোর
পুড়ে যাওয়া একচিলতে হাসি রেশ
কিছুই পোড়ানো যায় নি।
অরিত্র একটা সকাল এমন হয় না
তুই আর আমি
সেই ঘুঘু ডিঙ্গির মাঠে
আবার হেঁটে যায় পাশা পাশি।  
একটা দিন আবার ফিরে পাওয়া যায়  না
চোরাই নদীর চোরা  স্রোতের ঢেউয়ে
তুই আর আমি
আর আমাদের পুরনো বন্ধুত্ব
একসাথে এক নৌকায় ভাসতে থাকি।
অরিত্র তোকে ভোলা যায় নি
তোর সেই মুখটুকু
তোর সেই কলকলে কথা।
মেঘলা বেলায় ঘাটের উপর ছিপ
ছিপে গেঁথে যায় তোর কথা হৃদয়ের।
তোর সেই ট্রেনে কাঁটা শরীরটা
ইচ্ছা করে জুড়ে ফেলি
বন্ধু তোকে  আবার একটা নতুন জীবন দি।
বন্ধু পারি নি করতে ম্যাজিকের মতো
পারি নি  হতে অতিমানব
আজ এই  বন্ধুত্বের দিনে  
তোকে ভুলে থাকতে পারি নি অরিত্র।
*****************************

No comments:

Post a Comment

পঁচিশে বৈশাখ

যে শহরে তুমি নেই সেখানে তোমার  উদ্‌যাপন  হয় সকলে ছবি সাজায় , ধুপ জ্বালে, গলায় রজনীগন্ধা হারমোনিয়াম বাজে,স্যোসাল লাইভ,মঞ্চ গানে, গাঁথায় পঁচিশ...