Saturday, August 10, 2013

RISHI026@GMAIL.COM

#### "  মনে রেখো " ####
লেখক : ঋষি
*********************************************
হৃদয়ে পরে থাকা নুড়িকাঁকড়গুলি
নাড়াচারা করে দেখো
আমি আছি সেখানে।
ম্যাগাজিনের পাতায় রূপসী থাকে
লাবন্য থাকে না।
সময়ের খাতায় স্মৃতি থাকে
সময় থাকে না।
তুমি কি খোঁজো  সেখানে
রূপ না আমাকে ?
কোনো শব্দহীন বিকেলবেলায়
যখন তোমার অসীম ইচ্ছাগুলো
অকারণে ভাসে ,
তখন তুমি আকাশ দেখতে পারো
দেখবে আমি আছি সেখানে।
তুমি কাকে খোঁজো তোমার স্বপ্নের চোখে
ও চোখে আমি আমি কবিতার শব্দ খুঁজি
ওটুকু তুমি আমার জন্য রেখো।
তোমার চুলের সুবাসে
যে প্রজাপতির  ভিড় ,
সেখানে আমাকে একটু আলাদা রঙে  দেখো
দেখবে আমি আছি।
আর কিছু নয়
শুধু আমায় তুমি মনে রেখো।
**********************************************

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...