Saturday, August 31, 2013

RISHI026@GMAIL.COM

##### " ঠিকানাহীন এই বাড়ি " #####
লেখক /- ঋষি
****************************************************
ঘুলঘুলিতে পায়রার বাসা
ভেঙ্গে পরা কার্নিসে বসে আছে কিছু স্মৃতি
ছিপ ফেলে মাছ ধরে সেই স্মৃতিগুলো।
বাড়ির মালিকের ঠিক নেই
ঠিক নেই বাড়ির বর্তমান ঠিকানা।
দু- একটা সাপ নেউল পাওয়া যেতে পারে
পাওয়া যেতে পারে কিছু বনের বিচুটির।
আর একটা নেমপ্লেট
যেটা বাড়ির অতীতের ঠিকানা।
ঠিকানা, নাম, সাল সব আছে
তবে বোঝা যায় না।
বদলে যাওয়া সময়ের ভারে নুয়ে পরা দেওয়াল
অশ্হ্থ ,বটের শিরা উপশিরা দাঁত বের করে হাসে।
হাসতে থাকে সময়ের করাল ছায়া
কারো প্রেম ,কারো রক্ত ,কারো মায়া।
আজ খেলা করে সাজানো দালানে  
কারো স্মৃতি ,কারো ছায়া।
ছিপ ফেলে মাছ ধরে সেই স্মৃতিগুলো
আর কিছুদিন আর থাকবে না এই বাড়ি
নিয়তির কপট পরিহাস
ঠিকানাহীন এই বাড়ি।
*****************************************************

No comments:

Post a Comment

পঁচিশে বৈশাখ

যে শহরে তুমি নেই সেখানে তোমার  উদ্‌যাপন  হয় সকলে ছবি সাজায় , ধুপ জ্বালে, গলায় রজনীগন্ধা হারমোনিয়াম বাজে,স্যোসাল লাইভ,মঞ্চ গানে, গাঁথায় পঁচিশ...