Wednesday, August 14, 2013

RISHI026@GMAIL.COM

#### " ভালো আছে নীলাঞ্জনা " ####
লেখক : ঋষি
************************************************
প্রায় ভুলে গেছিলাম তোকে নীলাঞ্জনা
আজ দেখা অফিস পাড়ায়।
হেলতে দুলতে আসছিস
সেই পাঁচ ফুট চার ইঞ্চির শরীরটা ,
একটু মোটা  হয়েছিস তুই।

শ্রাবনার ধারার মতো তুই
এখন উজ্জল বৈশাখী রৌদ্র।
নীলাঞ্জনা তুই কেমন আছিস ?
তোর ডায়রির পাতায় এখনো স্বপ্ন ঝরে
না কি বদলে গেছিস তুই ?

তোর  ওষ্ঠের  পাশের তিলটা
আজ ও চক চক করছে।
তোর সিঁথিতে লালের চমক
তার স্পর্শ তোর  ঠোঁটে  ,
তুই হাসছিস নীলাঞ্জনা।

তোর ফেলে আসা অন্ধকার দিনগুলো
তোর স্মৃতির সেই ভয়ংকর মুখ গুলো ,
সব তুই মুছে দিয়েছিস  জীবন থেকে।
এখন তুই আবার সেই মেয়েটা
যার শুকনো  জীবনের আবার তৃষ্ণা ভালো থাকার ,
নীলাঞ্জনা তুই এখন ভালো আছিস।
*****************************************************   

No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...