Thursday, August 8, 2013

RISHI026@GMail.com

#### " শূন্য তে শেষ " ####
লেখক : ঋষি 
********************************
বিন্দু বিন্দু করে 
কয়েকটা মুহুর্তের ঝরে পরা ঘাম। 
মুহুর্তের রচিত চরম কাম 
সব শুন্য
শুন্য থেকে শুরু ,শূন্য তে শেষ।
কোনো জটিল তত্ত্ব ছাড়া আইনস্টাইন ,লিওনার্ড
সবাইকে সরিয়ে দিয়ে
যদি ভাব।
কোনো একলা সময়ে
মনের কোটরে
যে পায়রাগুলো বাকুম বাকুম করে
তাদের মাঝে।
ঘুলঘুলি দিয়ে দেখো জীবনটাকে
দেখবে
শুণ্য তে শুরু শুন্য তে শেষ।
জানলার ওপারে রঙিন পৃথিবী
সান গ্লাসের অন্তরালে লুকোনো অন্ধত্ব
কিছুক্ষণের ফেলে রাখা
ছেলেখেলা।
পরে থাকা চোদ্দ আনা
সব শুন্য
শুন্য থেকে শুরু ,শূন্য তে শেষ।
********************************

No comments:

Post a Comment

পঁচিশে বৈশাখ

যে শহরে তুমি নেই সেখানে তোমার  উদ্‌যাপন  হয় সকলে ছবি সাজায় , ধুপ জ্বালে, গলায় রজনীগন্ধা হারমোনিয়াম বাজে,স্যোসাল লাইভ,মঞ্চ গানে, গাঁথায় পঁচিশ...