Saturday, July 13, 2013

RISHI026@GMAIL.COM

####" অপেক্ষার আবর্তন " ####
লেখক : ঋষি
******************************
অপেক্ষা কোনো শব্দ নয় 
এক সময়ের অভিশাপিত যন্ত্রণা । 
টিক টিক
ঘড়ির কাঁটা সরে সরে যায় ।
মুহুর্তগুলো গা ভাসায় মস্তিষ্ক কোষে
শিরায় শিরায় লাগে মৃদুমন্থন
এ যেন এক অন্য পৃথিবীর আবর্তন
নিজের অস্তিত্বের সাথে সংঘর্ষ।
নিজের অবেলার কটু সুর
বড় খাপছাড়া লাগে নিজেকে ।
ব্যস্ততার দিনলিপির অবলম্বনে
বারংবার ঝরে পড়ে অবহেলার ফুলঝুড়ি
আকাশ থেকে বৃষ্টি নয়
রক্ত ঝরে চোখের পাতায় ।
নিজেকে বড় একা লাগে কারোর অপেক্ষায়
নিজকে বড় তুচ্ছ লাগে
বুক ফেটে যায় হাহাকার করে
পিন ফেলার শব্দটাও কানে লাগে ।
অথচ ঘড়ি থেমে থাকে না
টিক টিক
সরে সরে যায় ।
মস্তিষ্ক অভিধানে অপেক্ষা শব্দটা
কুরে কুরে খায়
অপেক্ষা আর কিছু নয়
শুধু অপেক্ষা থেকে যায় ।
*********************************

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...