Monday, July 15, 2013

rishi026@gmail.com

: #### "আমি ভাবি " ####
লেখক : ঋষি
******************************
 রাতের অন্ধকার ছিঁড়ে
নেমে এলো এক পশলা বৃষ্টি ।
বারান্দার রেলিং বেয়ে
অসময়ে ঢুকে গেল জল বারান্দায় ।
আমি ভাবি
চোখের জল জীবন  সমুদ্রে কোথায় যায়
কোথায় গিয়ে চুয়ে পড়ে বৃষ্টির কণাগুলো
এতো বড় সমুদ্রের কোথায় স্পর্শ করে?
আকাশ চিরে ছুটে যায় আলোর ঝরনা
রিমঝিম রিমঝিম বৃষ্টির জলে হাত দি
আঙ্গুল ছুঁয়ে বৃষ্টি ভিজিয়ে দেয় দমকা হাওয়ায়।
আমি ভাবি
বৃষ্টি কি আকাশের চোখের  জল
না কি প্রকৃতির আনন্দের ধারা ।
রাস্তার উঁচু নিচু গর্তে বৃষ্টির জল জমে
সব তো শুকিয়ে যাবে সকালের রৌদ্রে
সুপুরির পাতাগুলো আরো সবুজ হবে
মুছে যাবে সব স্মৃতি বৃষ্টির
কোথাও তো জল থাকবে না ।
আমি ভাবি
হ্রদয়ে জমা চোখের জল
কোথায় শুকিয়ে তো যায় না ।
কোথায় চোখের জলের স্পর্শে
হৃদয় তো হাসতে পারে না ।
বৃষ্টি থেমে যায়
কিন্তু চোখের জল তো থামতে চায় না !!!!
******************************

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...