Saturday, July 20, 2013

RISHI026@GMAIL.COM

#### " পাগল হৃদয় " ####
লেখক : ঋষি


নষ্ট সময় ,নষ্ট শব্দের অভিধানে
সবচেয়ে নষ্ট তুমি শব্দটা । 
এই তুমি তো সেই 
যার মুখ ভাসে সময় অসময়ে । 
যে অবেলায় খাবলা মারে হৃদয়ে 
তুলে নেয় একবস্তা স্বপ্ন । 
আবার নিজেকে জুড়ে দেয় প্রেমিক হৃদয়ে 
দিয়ে যায় এক বস্তা স্মৃতি। 

এই তুমি সেই 
যে একলা সময়ে পা দোলায়
মস্তিষ্কের চাহিদার ভিড়ে । 
মস্তিষ্ক থেকে হৃদয়ে পৌঁছে 
স্বপ্ন দেখায় নানান অছিলায় । 
নিজেকে প্রমান করে অসামান্য 
অশরীরী শরীরের স্পর্শে পাগল হৃদয়ে 
ধরা দিয়েও ধরা দেয় না । 

এই তুমি সেই 
যার অপেক্ষায় হৃদয় দাঁড়ায় 
পথের উপর বন্ধ ঘড়ি হাতে । 
অপেক্ষা করে মিঠি কন্ঠের 
অপেক্ষা করে ভালো থাকার । 
কখনো হৃদয় কাঁদে,কখনো হাসে 
আকাশের চাঁদ হাতে পেলে
আসলে জানো হৃদয় ভালোবাসে।  

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...