Wednesday, July 17, 2013

rishi026@gmail.com

#### " অন্তরিত কোলাহল " ####
লেখক : ঋষি
*****************************
 অন্তরের শেষ ইচ্ছাগুলো
সারি দেওয়া পিপড়েদের পিঠে বসে
চলে যাচ্ছে ভবিষ্যতের অন্তরালে ।
ভালো থাকবো বলে
ক্যাকটাসে হাত বুলিয়ে চলি
হাতে আর কিছু হয় না ।

মিশরীয় সমাধির ভিতে থাকা
অন্ধকারে ফ্যারাওর কঙ্কালে সোনা জড়ানো
স্বপ্নগুলোও তো মৃত সেখানে
তবে সেই সোনার কি দাম ?
নীলনদে কালো জলে চান করে
সোনার পালঙ্কে শুয়ে
 আর যা হোক
 স্বপ্ন সত্যি হয় না ।

সব আছে সহ্য ,ক্ষমতা ,অহংকার
শুধু ভালোটুকু বাদ গেছে অভিধানে ।
ওটাই মনে হয় ভালোবাসা
ওটাই তো মজা
ওটাই তো ফাঁকি ।
জীবনের গহীন অরণ্য অন্ধকার শুধু
সে তো আর টর্চের আলোয়
আলোকিত হয় না ।

তুমুল বৃষ্টির শব্দে শান্তি আসে
নেশা লাগে শীতলতা ভালো লাগা ।
নেশা চোখে বৃষ্টির ছোঁয়া
বৃষ্টির স্পর্শ হৃদয় কোনে
কিন্তু একাকিত্বের ভালো লাগা
কখনো ভালোবাসা হয় না ।
****************************

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...