Saturday, July 27, 2013

RISHI026@GMAIL.COM

### " চল বেড়িয়ে পড়ি " ####
লেখক : ঋষি
*******************************
 চল মন আজ একটু ঘুরে আসি
বহুদিন পা বাড়ায়  নি চার দেওয়ালের বাইরে।
রোজকার প্যাচ প্যাচে ঘাম ,বৃষ্টির জল
প্রতিদিনকার ভাতের ফ্যান ,তরকারী
রোজনামচার বস্তা বস্তা ঘ্যান ঘ্যান
তার বাইরে একটা সবুজ পৃথিবী ।
চল দু পা বাড়িয়ে
সবুজ ঘাসের শিশির একটু মাড়িয়ে আসি ।
আজ না হয় অন্যরকম হোক
কিছু না শুধু আমি ,তুমি আর আমাদের প্রেম ।
কিছু না শুধু হাতে হাত আর তোর স্পর্শ
কিছু না শুধু আমাদের প্রেম মুহুর্তের স্পর্শ ।
স্পর্শ মনের ,
স্পর্শ হৃদয়ের নিঃশব্দ কোনের
স্পর্শ খোলা আকাশে মুক্তি মনের ।
চল মন চটিটা পরে নে বেড়িয়ে পড়ি
হাতে হাত ধরে ।
কোনো স্বপ্ন দেশে নয়
আমাদের ইঁট ,কাঠ ,পাথরে বোঝাই শহরের
কোনো কোনে।
যেখানে একদন্ড নেব খোলা নিশ্বাস ।
যেখানে একদন্ড দেখব তোর হাসি মুখ
যেখানে বৃষ্টিতে ভেজাবো নিজেকে
যেখানে প্রাণ খুলে হাসবো পাশাপাশি ।
আর দেরী নয়
চল মন আজ একটু ঘুরে আসি ।
********************************

1 comment:

  1. Dhorte gele sob likha porchi....but comment kora hoy ni....tnq sir sundor likhoni upohar dewar jonno..

    ReplyDelete

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...