Thursday, July 4, 2013

RISHI026@GMAIL.COM

#### " যুগান্তকারী কবিতা " ####
লেখক : ঋষি

কবিতার বেদনাক্ত  শব
লুটোপুটি খায় অনভূতির অঙ্গারে । 
আজ থেকে নয়
সৃষ্টি থেকে যুগান্তকারী কবিদের হৃদয়ের 
টানে ফুটে ওঠে 
সাদা পাতায় অনুভূতি আর অনুভূতি । 
ছুঁয়ে যায় সময়ের অভিশপ্ত দাগ 
সে স্বাধীনতা হোক বা মন্বন্তর
সে জীবনের হোক বা মৃত্যুর 
সে দিনের হোক বা আঁধারের
সমস্ত লিপি নথিবদ্ধ হয় 
অন্য টানে ,অন্য ভাবে । 
যুগে যুগে 
এক একলব্য সাধনা 
এক অর্জুনের চোখ নিয়ে 
ছুটে যায় হৃদয় সমাজের পরে । 
ছেড়ে যায় কিছু দাগ 
ছেড়ে যায় মুক্তিবাণী 
ছেড়ে যায় সত্য প্রতিবাদ 
হৃদয় আর হৃদয়ের তরে । 
মানুষ থেকে মনুষত্ব সব স্পর্শ করে
দিয়ে যায় কিছু স্পন্দন হৃদয়ে । 
কবিতার বেদনাক্ত শব
স্ফুরিত হয় তার অঙ্গারের তেজ নিয়ে 
নির্লিপ্ত অভিলাসে জীবনের তরে  ।  

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...