Thursday, July 4, 2013

RISHI026@GMAIL.COM

 #### " শুন্য হৃদয় " ####
লেখক : ঋষি

মাঝে মাঝে মনে হয় 
নিজেকে লুকিয়ে ফেলি মৃত্যুর আড়ালে । 
শুন্য হৃদয়ে ভাসতে ভাসতে 
চেনা তানপুরার সুরে 
চেনা বুকসেল্ফে রাখা লোকানো একাকিত্বে 
নিজেকে মুক্ত করে দি 
কোনো কবিতার খাতায়। 
যেখানে ইচ্ছে মতো নিজেকে গড়া যায় 
প্রতি স্তবকে টুকরো টুকরো করে 
নিজেকে ভাঙ্গা যায়
যখন খুশি গড়া যায় মনের মতো । 
মাটির কলসির চুঁয়ে পরা জলের 
মতো নিজের অস্তিত্বের খোঁজ করা যায় 
কোনো হৃদয়ের কোনে রাখা প্রেমে । 
এ কোনো ব্যাধি নয় 
এ হলো বানানো রোগ মনের । 
যেখানে এক লোভ কাজ করে
আরো পাওয়ার লোভ 
আরো জেতার লোভ 
আরো ভালবাসার লোভ 
লোভ কামনার ,লোভ যাতনার ,লোভ অস্তিত্বের । 
শুন্য হৃদয়ে ছড়ানো লোভের ছলনায়
আরো একা লাগে নিজেকে । 
তখনি মনে হয় 
নিজেকে লুকিয়ে ফেলি মৃত্যুর আড়ালে ।  

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...