Friday, July 5, 2013

RISHI026@GMAIL.COM


##### " ঋণ " #####
-: ঋষি
*******************************
 ঋণ আর ঋণ
তোমার কাছে আমার ঋণ
না আমার কাছে তোমার  ।
তোমাকে স্পর্শ করার ঋণ
তোমার সাথে থাকার ঋণ
তোমাকে ভালোবাসার ঋণ
তোমাকে আঘাতে রক্তাক্ত ঋণ
ঋণটা কিসের ?
কার কাছে কিসের ঋণ ?
মাঝে মাঝে ইচ্ছে করে
চিরে ফেলি আকাশের বুক
মুছে দি সূর্যটা আকাশ থেকে ।
যখন রৌদ্রে পুড়ে গলায় তৃষ্ণা
হৃদয়ে লেগে থাকে তোমার শরীর
ইচ্ছে করে
হাতুড়ি দিয়ে তুবড়ে দি ভালোবাসার স্মৃতিগুলো।
তবে তো মৃত শবের ঋণ থাকবে  না
ঋণের গন্ধ তুমি লেপে দেবে না
আমার চোখে মুখে ।
আর আমায় ঋনী করে রাখবে না
বলবে না ঋণের কথা
থাকবে না আমাদের কোনো ঋণ কারো কাছে ।
********************************

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...