Wednesday, July 31, 2013

RISHI026@GMAIL.COM

##### " অদ্ভুত ভাবনা "#####
লেখক : ঋষি
****************************
হৃদয়োচিত ভাবনাগুলো
কচুরিপাতার জলের মতো  টলমল করে ।
হাওয়া দোলা  দেয় উপছে  পড়ে
সময় আর সময়ের সাথে পোর খাওয়া হৃদয়
কথা বলে স্বপ্নের ঘরের ।
কিছু কথা ছুঁয়ে থাকে সময়
কিছু কথা ছুয়ে যায় জীর্ণ পাতায় ।
কিছু কথা স্পন্দিত হয় রক্তিম আঘাতে
জীবন চুপি চুপি হৃদয়ের কথা বলে ।
ছিন্ন ভিন্ন জীবনের অনিদ্রিত সময়কাশে
তার স্পর্শ হৃদয়ে কোনে ।
তার স্পর্শ অনন্ত আকাশে
তার স্পর্শ সকালের আলোতে ।
আসলে স্পর্শ লুকিয়ে জীবনের প্রতিক্ষণে
সাধারণ  জীবনের অসাধারণ কিছু স্পর্শ ।
যেগুলি সাধারণ নয় নিজের কাছে
যেগুলি ভোলা যায় না সময়ের সাথে ।
যেগুলি দোলা  দেই দিনে রাতে
সেগুলি তো বাঁচার আকুতি ।
সেগুলি তো হৃদয়ের স্পন্দন
তাদের জন্য তো জীবন কাঁদে ।
তাদের জন্য তো জীবন বাঁচে
তাদের জন্য তো জীবন হাসে ।
এ  এক অদ্ভুত ভাবনা
জীবনপথে প্রতিনিয়ত, প্রতিক্ষণ ।
****************************

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...