Sunday, July 21, 2013

RISHI026@GMAIL.COM

 #### " তুমি জীবন " ####
লেখক : ঋষি
*************************
চার দেওয়ালে বন্দী জীবন
ছোট হতে হতে কতো ছোট হবে ।
সরল পথের সত্যি জীবন
বদলে গিয়ে আর কতো মিথ্যা হবে ।
পেটের খুদা ,মনের খুদার
খুদার চাহিদায় নিজেই হারিয়ে যাবে ।

ভালোবেসে জীবন জড়িয়ে ধরো
রৌদ্রে একটু মেলে ধরো ।
খোলা হাওয়ায় জীবন ওড়ে
ছোট হৃদয় বড় কারো  
দেখবে জীবন খুশির হবে ।

সোজা পথে অনেক ধাঁধা
ভয় পাবে না
তুমি চল
দেখবে জীবন সরল হবে ।

জীবন থাকলে খিদে হবে
খিদে হলে স্বপ্ন হবে
স্বপ্ন ছাড়া যে শুন্য জীবন রবে ।

জীবন আঁধারে মন ছাড়া যে
জীবন শুন্য হবে ।
**************************

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...