#### " আমার শহর ( ৮ ) " #### লেখক : ঋষি | |
একটা দুটো বৃষ্টির ফোঁটা পরছে অনেক্ষণ মেঘ করেছিল আমার শহরে । এবার বৃষ্টি শুরু হলো আজ যেন কাঁদছে আমার শহর । সকাল থেকে মুখ ভার কোনো এক অভিমানী প্রেমিকার মতো হাবভাব । এখন শহর জুড়ে বৃষ্টি নামলো এবার একটু শীতল ভাব । ফুটপাথে প্লাস্টিকের উপর বৃষ্টির শব্দ ঠিক যেন শহরের হৃদয় স্পন্দন । প্রতিটা শেডের নিচে কালো চুলের ভিড় কচি মুখগুলো আর কিছু ভিজে জামা ভিজে পথঘাট ভিজে শাড়ি। সারি দেওয়া ভিজে শরীর অপেক্ষায় বৃষ্টি থামার। রাস্তার ম্যানহলের মুখগুলোতে জমা জল জমা ময়লা শহরের । কেমন যেন ঢিলে ভাব আমার শহরে পথে ক্লান্ত যান । হৃদয়ে শ্রান্তির ছোঁয়া ভীষণ শীতল এখন আমার শহর । ব্যস্ত শহরে এখন ভীষণ শান্ত দু এক ফোঁটা বৃষ্টি এখন তুমুল । অভিমানের জমে ওঠা বাস্প নেমে আসছে প্রবল গতিতে । চিরে দিয়ে শহরের বুক শহরের কান্না বোধাই আরো জোরে নামছে শান্তির আশায় । আমার শহরে এখন বৃষ্টি তুমুল বৃষ্টি সবার অপেক্ষা বৃষ্টি থামার। | |
Friday, July 5, 2013
RISHI026@GMAIL.COM
Subscribe to:
Post Comments (Atom)
অসহায়তা
অসহায়তা ... ঋষি . আমার আজ বহুদিন কবিতা আসছে না না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা চারিদিকের আ...
-
মুখাগ্নির মন্ত্র ... ঋষি . এক শতাব্দী নিজস্ব অন্ধকারে লুকিয়ে থেকেছি এক শতাব্দী লাট খেয়ে পরে থাকা মৃতদেহ কুড়িয়েছি কুড়িয়েছি ভনভন পচে যাও...
-
বৌদি তোমার জন্য .... ঋষি ==================================================== তোমাকে চিনি আমি বৌদি ঠিক আমার বাড়ির উল্টোদিকে ছাদে তুমি স...
-
আকডুম বাগডুম মেশানো ট্রিম করা কবিতায় গতজন্ম শুয়ে, রোদ্দুর রায় কতটা রোদ্দুর মাখলো, কতটা মাগী ঘাটলো তাতে শুনতে সমস্যা জানি, আরো সমস্যা...

No comments:
Post a Comment