Saturday, July 20, 2013

RISHI026@GMAIL.COM

#### " প্রেয়সী নীলাঞ্জনা " ####
লেখক : ঋষি 
*******************************
নীলাঞ্জনা আজ প্রেয়সী সেজেছে 
প্রেয়সী হৃদয়ের সবকটা তারে আজ 
প্রেমের ঝংকার ।
তার শরীরের প্রতি রন্ধ্রে
আজ প্রেম বাসরের রেনু লেগে।
প্রজাপতির স্বপ্ন ভর করেছে দুচোখে
পিছনের বত্রিশটা সময়ের হৃদয়ের ঘরে
আজ আবার বসন্ত লেগেছে ।
নীলাঞ্জনার লাল বেনারসী ,লাল সাজ
তার ডায়রির প্রতি পাতার স্বপ্নরা
আজ বাস্তবিত ।
আজ আর শ্রাবনের বৃষ্টি নয়
আজ শুধু কালবৈশাখী
আজ আর কোনো পুড়ে যাওয়া দাগ নয়
তার শরীরে প্রেম লেগে ।
প্রেমের আগুনে ,প্রেমের গন্ধে
নীলাঞ্জনা আজ পরিপূর্ণ ।
আর কিছুক্ষণ
নীলাঞ্জনা আবার হেসে উঠবে
মাতাল সে হাসি ।
তার বুকেতে আবার প্রেম আসবে
উত্তাল সে প্রেম ।
সেই প্রেমে নীলাঞ্জনা ভেসে যাবে
সাত সপ্নের ওপারে ।
যেখানে প্রেমের আগুনে ,আগুনের প্রেমে
নীলাঞ্জন আবার পুড়বে।
একটু ভালো থাকবে বলে
নীলাঞ্জনা আবার বাঁচবে ।
*********************************

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...