Monday, July 1, 2013

RISHI026@GMAIL.COM

#### "জীবন শ্মশান "####
- ঋষি
****************************
স্বপ্নের শেষ সিঁড়ি বেয়ে 
ইন্দ্রপ্রস্থ থেকে সোজা শ্মশানে । 
ছাই মাখা জীবনের অশ্রুর সাথে সখ্যতা 
প্রেম বিনোদনে সাজানো ম্যাগাজিনে
উলঙ্গ শরীরের ভিড়ে লোকানো নিলজ্জতা ।
যদি সত্যি পুড়তে থাকে শোষনের চিতায়
যদি বিষ বৃষ্টি নামে আকাশ থেকে
গৃহস্থের উঠোনে হাহাকার ।
যদি অন্ধকার নাম শরীরের শিরায় শিরায়
সকাল থেকে সন্ধ্যা
চায়ের কাপে ধোঁয়ার বদলে
শবের নগ্নতা ছুঁয়ে যায় ।
যদি পেট্রলে যানবাহন নয়
পুড়তে থাকে কোনো শরীর
শরীরের বিষ
কালসিটে দাগে ক্ষত যোনির মরমে মেশে।
যদি কোনো শিশুর শরীর
ডুবে থাকে নিরক্ষর বন্যায়
অন্যায়ের সাথে সংরক্ষিত সন্ধি।
বন্দী জীবনের ঘর্মাক্ত শবটা
যদি চেরা হয় কোনো প্রতিবাদী দিনে
গভীর ক্ষতের পাহাড়ে ফেলে
দেখবে হৃদয়ে রক্ত নয়
বইছে আগুন ।
বদলে ফেলার ,ধংশ করার
তুচ্ছ করার
জীবনের নিরলস সংগ্রামের
মুক্তি পাবার
জীবন থেকে জীবন শ্মশানে ।
************************************

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...