Sunday, July 7, 2013

RISHI026@GMAIL.COM


#### " আমি কষ্ট " ####
লেখক : ঋষি 
****************************
তুমি বুঝবে না 
কষ্টের শীতলপাটিতে শুয়েছো কখনো 
গ্রীষ্মের প্রখর তাপে
খালি পায়ে হেঁটেছো কখনো
বৃষ্টির তুমুল ধারায়
ফুটপাথে দেখেছো আমায় ভিজতে ।
শাকান্নের যোগানের প্রস্তুতিপর্বে
দখেছো কেমন রক্ত মেশে ঘামে
দেখেছো অশিক্ষার ব্যাথা
কেমন মাথা মুড়িয়ে ঘোরে গলির মোড়ে।
শুনেছো কখনো পেটের ডাক
নিরুপায় ধর্ষিত শবের হাহাকার
অসময়ে গর্জে ওঠা বন্দুকের শব্দ
অহংকৃত ধর্মের অধর্মের বাণী ।
তুমি কি করে বুঝবে
খিদে কাকে বলে
অশ্রু কাকে বলে
মৃত্যু কাকে বলে
কষ্ট কাকে বলে
কষ্টের সাতকাহনে তুমি শুধু স্বপ্ন ।
তোমার আমায় বোঝার ক্ষমতা নেই
জীবনের ভালোটুকু শুধু তোমার সিন্দুকে
বাকি টুকু আটকে আছে আমার গলায়
আমি কষ্ট লেগে দৈনন্দিন জীবন ধারায় ।
**************************

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...