Monday, July 1, 2013

RISHI026@GMAIL.COM

#### " নিজেকে খোঁজো " ####
-ঋষি
**********************************
কেটে যাওয়া দুঃখের মাঝে কষ্টটাকে দেখো 
আজকের উপস্থিথিটা দেখো 
ভালো লাগবে । 

পাল্টানো সময়ের মুহুর্তের ভিড়ে
গাদাগাদি করে থাকা সম্পর্কের মুখগুলোকে দেখো
চিনতে পারবে ।

কৃষ্ণের বাঁশির সুরে রাধার বিরহ দেখো
তারমাঝে হারানোর সুরটা শোনো
প্রেম পাবে ।

সময়ের তাপে নদীর একাকিত্য দেখো
মাটির উপরে তার গভীরতা দেখো
নিজেকে বুঝতে পারবে ।

আকাশের মাঝে বৃষ্টির সাহসিকতা দেখো
তার ঝরে পরার মাঝে নিজেকে খোঁজো
সাহস পাবে ।

ঈশ্বরের বাণীতে ,ধর্মগ্রন্থের মাঝে নিজেকে দেখো
নিজের আত্মার পাপগুলোকে চেনো
শান্তি পাবে ।

সমুদ্রের বিশালতায় ভিন্ন মনে
স্রোতের গাম্ভীর্য্য শোনো
উপলব্ধি পাবে।

সবুজের মাঝে হৃদয়ের উপস্থিথিটা দেখো
অরন্যের নিস্তব্ধতা কান পেতে শোনো
পবিত্রতা পাবে ।

চলে যাওয়া মুহুর্তের জমা কথার ভিড়ে
আনন্দটা হৃদয় পারদে মাপো
ভালো স্মৃতি পাবে ।

নিজের মনুষত্বকে আয়নার প্রতিবিম্বে দেখো
হৃদয়ের গভীরতায় খোঁজো
দেখো জীবন পাবে ।
****************************************

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...