Friday, July 12, 2013

RISHI026@GMAIL.COM

 #### " বিষকন্যা " ####
লেখক : ঋষি
**************************************
অদৃশ্য চাবুকের আস্ফালনে 
আর রক্ত ঝরে না । 
বিষাক্ত কেউটেদের দংশনে 
আর রক্তে বিষ হয় না । 
বিষকন্যার আবাহন 
ছড়ানো নীলনদ থেকে গঙ্গায় । 
বাংলা থেকে আটলান্টায়
তাজমহল কি গ্রীসের ইতিহাসে 
সৌন্দর্য্য কি নগ্ন পরিহাসে । 
যেখান দেখো 
একটা নগ্ন উরু ,নগ্ন বুকে বৃত্তীয় কলম । 
কলমের ফুল নয় 
ফুল তো নাভিতে রাখা । 
হরিণী চোখ 
নগ্ন শরীর ,নগ্ন কলঙ্ক 
এ এক অদ্ভুত নগ্নতা ,
ছড়ানো ইতিহাসের প্রতি আবরণে 
প্রতি পাতায় ছাড়ানো নগ্নতা । 
ছড়ানো সময়ে চরণ কোমলতায় 
স্পর্শে বিষ 
বিষ শরীরের অন্তরের গভীরে । 
এ বিষ উত্পত্তি হয় সমুদ্রমন্থনে 
আর বিষ পান করে হর হর মহাদেব । 
এ বিষে লোভ আছে 
সাপের মতো জড়িয়ে ধরে লকলকে জিভ।  
আমারও  আছে 
কিন্তু বৃথা বিষের আস্ফালনে 
আর আমার হৃদয় পোড়ে না ।  
********************************

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...