Sunday, July 7, 2013

RISHI026@GMAIL.COM

#### " জীবিত জীবন " ####
লেখক : ঋষি
*****************************
সাদা কালো অলংকৃত অহংকার 
আকাশ থেকে স্নেহের বৃষ্টি 
অবাঞ্চিত আলাপন ।
অনির্দিষ্টকালীন সংগ্রামী হৃদয়ের
গভীরে কোনে বিষন্নতা ।
কোনো নির্জন দুপুরের মাঝে একলা মনে
প্রেমিকার কল্পনা ।
সবতো রাখা আছে হৃদয় কোনে
কিন্তু পরিপূর্ণতার যোগ্যতা আমার নেই ।
চার কামরার একটা ঘর
যেখানে থাকলে বন্দী লাগে ।
চারদিকের ছড়ানো জোকার
যাদের মাঝে হাসি লাগে ।
বারংবার আঘাতের রক্তাক্ত কাহিনী
এখন আমার বাসি লাগে।
তবুওতো ঘুলঘুলির চড়াইগুলো বাসা বোনে
সাথে থাকে
স্বপ্ন দেখে ভালো থাকার ।
পথের ভিখিরি গুলো হাসতে থাকে
ইচ্ছা রাখে জীবিত থাকার ।
তৃষ্ণার্ত প্রেম মাথা খোঁটে
প্রেম খোঁজে সঙ্গে থাকার ।
তবে কেন আমার এমন লাগে
জীবন মাঝে জীবনটাকে
আমার ভীষণ একা লাগে ।
**************************

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...