#### " আমি খুশি " #### লেখক : ঋষি | |
বৃষ্টি বেলায় ফেলে আসা সময়ের অস্তিত্বটুকু ভালোবেসে জড়িয়ে ধরি । জড়িয়ে ধরি তোমার গলা তোমার বুকে মাথা রেখে শুনি আমার নাম । আমার ভালোবাসার স্পর্শ খুঁজি তোমার চোখে । তোমার হাত ধরে খুঁজি আমার অস্তিত্ব তোমার গভীরে । তোমার ঠোঁটে ঠোঁট রেখে মাপি তোমার বেড়ে যাওয়া হৃদয়ের স্পন্দন । আমি খুশি এই তো আমার কাছে তুমি । আমার ভীষণ কাছে বেদরুমের কাঁচের আয়নায় তোমার মুখ। তোমার স্পর্শ রাখা সিঁদুরের কৌটো,ব্যবহ্রত প্রসাধনী । আলনায় সাজানো পাটপাট শাড়ি আমার বুকের কাছে তুমি দাঁড়িয়ে সামনের সাজানো ফটোফ্রেমে সাজানো সুখ । আর কি চাই এইতো আমার ভীষণ কাছে তুমি । | |
Sunday, July 7, 2013
RISHI026@GMAIL.COM
Subscribe to:
Post Comments (Atom)
অসহায়তা
অসহায়তা ... ঋষি . আমার আজ বহুদিন কবিতা আসছে না না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা চারিদিকের আ...
-
মুখাগ্নির মন্ত্র ... ঋষি . এক শতাব্দী নিজস্ব অন্ধকারে লুকিয়ে থেকেছি এক শতাব্দী লাট খেয়ে পরে থাকা মৃতদেহ কুড়িয়েছি কুড়িয়েছি ভনভন পচে যাও...
-
বৌদি তোমার জন্য .... ঋষি ==================================================== তোমাকে চিনি আমি বৌদি ঠিক আমার বাড়ির উল্টোদিকে ছাদে তুমি স...
-
আকডুম বাগডুম মেশানো ট্রিম করা কবিতায় গতজন্ম শুয়ে, রোদ্দুর রায় কতটা রোদ্দুর মাখলো, কতটা মাগী ঘাটলো তাতে শুনতে সমস্যা জানি, আরো সমস্যা...

No comments:
Post a Comment