Monday, July 1, 2013

RISHI026@GMAIL.COM

 #### " অন্ধকার থেকে আলো " ####
লেখক : ঋষি

অন্ধকার থেকে আলোতে আসার পথে
বাধাগুলো  একটু  হৃদয়োচিত। 
কিন্তু অন্ধকার আর আলোর মাঝের দেওয়ালটা 
ভীষণ শক্ত
যা ভাঙ্গা যায় না । 
মধুর জীবনে ,মধুর মিলনে ,মধুর শব্দে
ছড়ানো ব্যাকুলতার ছলনায়
মেতে থেকে 
অন্ধকারটা কখনো ভোলা যায় না।  
সময় চলে যায় 
জীবন আর জীবনের পথে কিছু পোড়া দাগ 
হৃদয়ে লেগে 
যেগুলো ফিরেয়ে আনে কষ্টের স্তব্ধতা 
সেগুলি কখনো ভোলা যায় না । 
রোজ কতো রক্তাক্ত কবিতায় 
কষ্টগুলো গুমরে গুমরে মরে 
তাদের ব্যর্থতার কল্পতরু 
কল্পনায় সাদা পাতায় রক্ত ঝড়ায়
তাতে আর যা থাকুক 
জীবনের আলো ধরা দেয় না । 
অন্ধকার থেকে আলোতে আসার পথে 
অন্ধকার রেশ থেকে যায় 
যা আলোতে মোছা যায় না ।  

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...