Sunday, July 14, 2013

RISHIO26@GMAIL.COM

#### " দিশাহীন নীলাঞ্জনা " #####
লেখক : ঋষি
*****************************
শীতের সকালে কুয়াশায় মোড়া
ধর্মতলার মোড়
কি করছো নীলাঞ্জনা ওখানে ?
গঙ্গার হিমেল হাওয়া ছুয়ে যাচ্ছে
তোমার নরম বুকের বৃন্তগুলো শিহরিত
তুমি কোথায় যাচ্ছো নীলাঞ্জনা ?
তোমার ডায়রির পাতায় আর রৌদ্র নেই
শুধু নতুন সকাল ।
সকালের সূর্য উঠছে
সূর্যের নতুন আলো ছুঁয়ে যায় তোমার ওষ্ঠ
ওষ্ঠের পাশে তিলটা ।
তুমি দেখেছো নীলাঞ্জনা
তোমার ফেলে আসা পিছনের শ্রাবন  ,
তুমি ঝরেছো বহুবার বৃষ্টির মতো শৃঙ্খলিত হৃদয়ে ।
আজ তুমি স্বাধীন খোলা পৃষ্ঠা
তোমাকে ছুঁতে পারে কলঙ্কিত ইচ্ছাগুলো ।
তুমি কোথায় যাচ্ছো একা স্বপ্ন জড়িয়ে নীলাঞ্জনা
তুমি কি খুঁজছো
তোমার পাঁচ ফুট চার ইঞ্চির শরীরে ?
যেখানে হৃদয় মরে গেছে
স্বপ্ন শুকিয়ে গেছে
জীবন হারিয়ে গেছে
কি খুঁজছো তুমি তোমার একলা পথে ?
শুন্য ধর্মতলা ,শুন্য ফুটপাথ
শান্ত জীবন ,অশান্ত হৃদয়
আমি জানি তুমি শান্তি খুঁজছো
মরে যাওয়া জীবনে স্বপ্ন খুঁজছো।
পাবে না ,পাবে না
কেন তুমি নিজেকে আবার খুঁজছো
হারিয়ে গেলে আর পাওয়া যায় না নিজেকে ।
******************************

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...