Friday, July 5, 2013

RISHI026@GMAIL.COM



#### " তোমার পোট্রেট " ####

লেখক : ঋষি

তোমার পট্রেটে সাজানো উষ্ণতায় 
ব্যাকরণের মা ,বোন, বন্ধু করি এসো। 
তোমার চুলের নদীর ধারায় 
পাহাড়ে গুহা তৈরী করি এসো । 
কোনো সন্ধ্যায় ঝরে যাওয়া মালতির 
অম্লান অস্তিত্ব যদি মুছে যায় । 
তবে ক্ষতি নেই 
আবার আমি ছবি আঁকবো। 
আবার গড়বো এক স্পন্দিত রাত্রি 
যেদিন তোমায় পড়াবো বাসি মালা । 
আবার অর্ধচন্দ্রাকারে মধুর মিলন 
মধুর প্রেমের বর্ষণ চোখের পাতায় । 
আবার অন্ধ আমি 
ছবি আঁকবো পবিত্র শরীরের 
পবিত্র প্রেম বিনিময়ের  
মুগ্ধতার এক অলিক গাঁথাই 
সেলাই করবো প্রেমের নক্সী কাঁথা । 
প্রেমের কবিতায় লিখে দেবো তোমায়  
গলায় ঝোলাব তোমার নামের মালা। 
আজ নাহয় তোমার পট্রেটে
আরো কালি ঢালি 
ইচ্ছে মতো ক্যানভাসে তোমায় স্পর্শ করি।  
তোমার সাজানো উঁচু নিচু গলিপথে 
কালি কালো করি। 
আজ নাহয় অন্য তুমি হও
কালকে যেন আবার আপন করি  ।  

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...