Saturday, July 27, 2013

RISHI026@GMAIL.COM

GOOD EVENING FRIENDS,,,,,,,,,,,,,,,
### " অশ্রু নদী " ###
লেখক : ঋষি
**********************
 সবুজ রং চিরে যে নদীটা গেছে
ওটার নাম অশ্রু নদী ।
সবুজ রং এর মাঝে লুকিয়ে
কিছু অর্থহীন মুখ
কিছু দগদগে ঘা।
নদীর জলে আজ স্রোত নেই
বুড়িয়ে গেছে সময়ের তাপে ।

নদীর কথা তোমাদের কি বলি
অশ্রু নদীর ভীষণ ঋতুমতি ।
ঋতুর মাঝে লুকিয়ে
কখনো গ্রীষ্মের চিতায় শুকিয়ে কাঠ
কখনো বর্ষায় দুকুল ছাপায় ।
যার স্পর্শে ভেসে যায় মানুষের মন
ভাঙ্গা মন  ঝরে একলা রাতে ।

নদীটার দুপাড়ে যে গাছগুলো
ওগুলো সব স্মৃতির শব।
শবের মাঝে লুকিয়ে
কিছু অর্বাচীন রোমন্থন হৃদয়ের
কিছু সম্পর্কের সুক্ষ্ণ তার ।
যেগুলো বেজে ওঠে একলা সময়ে
অসময়ে ভেজায় বৃষ্টির ছাটে।
***********************

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...