Wednesday, July 17, 2013

RISHI026@GMAIL.COM

#### " তুমি আসলে কি ? " ####
লেখক : ঋষি
*********************************** 
ইশ্বর সৃষ্ট সংসার সম্ভারে 
নারী তুমি কি আশ্চর্য সৃষ্টি । 
তোমার তৃষ্ণায় জগৎ বিলীন
বিদীর্ণ তোমার হৃদয় প্রকোষ্ঠতে
বাস করে মায়া ,ছায়া ,স্বপ্ন শব্দগুলো
যার এক একটার স্পর্শে
ছিটকে পরে আগ্নেয়গিরির লাভা।
যার আগুনে
পুড়ে যায় হৃদয়ের আকাঙ্খা ।
হৃদয় কোনে ওঠে ঝড়
ঝড়ে উড়ে যায় কতো ঘর ।
কতো হৃদয়ের তার কেটে যায়
ওড়ে হৃদয় কাটা ঘুড়ির মতো বিশাল আকাশে ।
তোমার প্রখর তাপে
কতো সপ্নের ধংশ স্তূপ।
কতো হৃদয় কাঁদে
কতো বা হাসে
অথচ তুমি আকাশের মাঝে স্থির থাকো।
শান্ত তোমার দৃষ্টি
মৃদু হাসি ঠিক মৃদুমন্দ বাতাসের মতো শীতল ।
তোমার চাউনিতে সমুদ্রের ঢেউ
যে গড়ে আবার ভাঙ্গে জীবনের দৃষ্টি সঙ্গীত ।
তোমার ছায়ায় গড়ে ওঠে কতো জীবন
কতো স্বপ্নের ঘরের সৃষ্টি শিল্পী তুমি ।
তুমি ছলনাময়ী,তুমি মোহময়ী ,
তুমি ধংশ ,তুমি সৃষ্টি
তুমি স্বপ্ন ,তুমি ত্রস্ত
তুমি জীবন ,তুমি মরণ
তুমি আসলে কি নারী ?
***********************************

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...