Saturday, July 27, 2013

RISHI026@GMAIL.COM

### " চল বেড়িয়ে পড়ি " ####
লেখক : ঋষি
*******************************
 চল মন আজ একটু ঘুরে আসি
বহুদিন পা বাড়ায়  নি চার দেওয়ালের বাইরে।
রোজকার প্যাচ প্যাচে ঘাম ,বৃষ্টির জল
প্রতিদিনকার ভাতের ফ্যান ,তরকারী
রোজনামচার বস্তা বস্তা ঘ্যান ঘ্যান
তার বাইরে একটা সবুজ পৃথিবী ।
চল দু পা বাড়িয়ে
সবুজ ঘাসের শিশির একটু মাড়িয়ে আসি ।
আজ না হয় অন্যরকম হোক
কিছু না শুধু আমি ,তুমি আর আমাদের প্রেম ।
কিছু না শুধু হাতে হাত আর তোর স্পর্শ
কিছু না শুধু আমাদের প্রেম মুহুর্তের স্পর্শ ।
স্পর্শ মনের ,
স্পর্শ হৃদয়ের নিঃশব্দ কোনের
স্পর্শ খোলা আকাশে মুক্তি মনের ।
চল মন চটিটা পরে নে বেড়িয়ে পড়ি
হাতে হাত ধরে ।
কোনো স্বপ্ন দেশে নয়
আমাদের ইঁট ,কাঠ ,পাথরে বোঝাই শহরের
কোনো কোনে।
যেখানে একদন্ড নেব খোলা নিশ্বাস ।
যেখানে একদন্ড দেখব তোর হাসি মুখ
যেখানে বৃষ্টিতে ভেজাবো নিজেকে
যেখানে প্রাণ খুলে হাসবো পাশাপাশি ।
আর দেরী নয়
চল মন আজ একটু ঘুরে আসি ।
********************************

1 comment:

  1. Dhorte gele sob likha porchi....but comment kora hoy ni....tnq sir sundor likhoni upohar dewar jonno..

    ReplyDelete

মাংসাশী

. তোমার কোমরের নিচে তিল দেখে  প্রথমেই বোঝা উচিত ছিল আমার তুমিটা শুধু আমার নও , তোমার নবজন্মের আকাশে এক আকাশে এক ঘোর  ঘরের থেকে পরের ঘরে আকাশ...