Thursday, July 9, 2015

সম্পর্কের আগে পরে

সম্পর্কের আগে পরে
............... ঋষি
=======================================
কোনদিন কখনো এমন হবে ভাবি নি
ভাবি নি এত প্রেম জমা হয়ে আছে।
সম্পর্কের জন্ম হয় কি না জানি না
জানি না নতুন দাঁতে সম্পর্ক কোনখানে  মুখ লোকায়।
কার গায়ে বমি করে অতিরিক্ত সময়
নতুন জামা পরে কিনা সম্পর্ক তাও জানা নেই।

কিন্তু আমি দেখেছি
চারদেওয়ালে আড়ালে পোশাক খোলা সম্পর্কদের।
কেমন নিলজ্জ দাঁত ,জিভ  বের করা মুখগুলো
নতুন আলোয় একটা মোমবাতি শহরকে পুড়িয়ে দিতে পারে আগুনে।
তার শিখা যদি কাঁদতে কাঁদতে নিভে যায়
তবে শহর জুড়ে তুমুল বৃষ্টি ,এক হাঁটু জল ,চাকা দাঁড়িয়ে,
ঘুরতে চাই না সময়।
আসলে সম্পর্ক হলো গভীর জলের মাছ
আরো গভীরে যেতে পছন্দ করে ,দরকার হলে পাঁকের ভিতর
কিন্তু নৌকার  ছাইয়ে সম্পর্ক বাঁচতে চাই না তল ছাড়া।


কোনদিন কখনো এমন হবে ভাবি নি
ভাবি নি সম্পর্করা হামাগুড়ি দিয়ে ,হাঁটতে শেখে।
হাঁটতে  থাকে প্রতিবাদী মিছিলে নিজের অস্তিত্বের জন্য
কিন্তু  পোশাক খোলা সম্পর্ক গুলো বিশ্বাসযোগ্য হওয়ার আগে।
বুকের দেওয়ালে ঘুন ধরে ,ওম জমতে থাকে বুকের উষ্ণতায়
কিন্তু দেওয়ালগুলো শেওলার তলায়। 

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...