Friday, July 10, 2015

বৃষ্টিফোঁটা

বৃষ্টিফোঁটা
................ ঋষি
=========================================================
অনেকটা  আদরমাখা থাবার শাসন তোকে ছুঁয়ে
মা বেড়ালের থাবায় লেগে আগলানোর ইচ্ছার মত।
স্নেহরা ইচ্ছা বৃষ্টি তোকে ছুঁয়ে
কয়েকশো  যোজন দূরে  অন্ধকার আকাশের গায়ে ছোটো ইচ্ছারা  মেঘের মতন।
টুকরো  টুকরো  মুহুর্তের অভিমান আমাকে ছুঁয়ে
নেমে আসছে আকাশ থেকে বড় বড় বৃষ্টি ফোঁটা।

বলতে বলতেই হাত বাড়িয়ে দিচ্ছে কবেকার নুপুরের শব্দ
আকাশ থেকে হেঁটে আসছেন মেনকা।
চুপচাপ ধ্বনিত এক নির্ভিক কল্পনায়
কামসুত্রের সিঁড়ি বেয়ে বিষাক্ত যৌবন
বিষাক্ত চলনের গতি জীবিত চাহিদা অন্তরের ঝিল্লিতে।

অন্ধকার ছিঁড়ে আকাশের বুকে ছোটো  ছোটো  স্পর্শগুলো
মুহূর্তরা এখানে ঝোলায়  রাখা নুড়ি  পাথর।
শৈশবে কুড়িয়ে পাওয়া নুড়িগুলো  এখনো জমানো
টুকরো টুকরো বৃষ্টির মতন মাথার উপর সারাক্ষণ
ভয় লাগে হারাতে ,যেমন শৈশব হারানোর দুঃখ।

অনেকটা  আদরমাখা থাবার শাসন তোকে ছুঁয়ে
ফেরার ইচ্ছেটা সামনের দিকেই ঠেলে দিচ্ছে বারংবার।
অন্তরে জন্ম নেওয়া ফসিলের ইচ্ছাকে স্বাগত জানাচ্ছে নতুন সকাল
নতুন একটা দিনে আবার  জন্মাছি আমি আগের মতন।
টুকরো  টুকরো অভিমানী মুহুর্তগুলো বৃষ্টির নোনা জলে ধুঁয়ে মুছে
নতুন আমি তোর  কাছে প্রতি বৃষ্টি ফোঁটায়। 

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...