Wednesday, July 1, 2015

মানুষ জন্ম

মানুষ জন্ম
............. ঋষি
===========================================
দশটা  মানুষ একসাথে
দশটা মানুষের কুড়িটা হাত ,না হলেও একশোটা আঙ্গুল।
আঙ্গুলের ফাঁকের দূরত্ব দশ রকম
না হলেও এদের হাজারো রকম ভাবনারা যাযাবর পথিক।
পথের ঠিক নেই ,থাকার ঠিক নেই ,খাওয়ার ঠিক নেই
ঠিক শুধু একজায়গায়  এরা সকলে মানুষ।

মানুষের প্রত্যেকের আলাদা ঠিকানা ,আলাদা বাস
পরিচয় পত্রে আলাদা নাম ,আলাদা জাত।
হাজারো জীবনযাত্রায় কেউ খুশি ,কেউ অখুশি
অথচ যদি চামড়া ছাড়ানো হয়।
অথচ যদি মাংস ছাড়ানো হয় স্কেলিটন অবধি
কি করে বুঝবে এরা আলাদা।
শুধু বুঝবে একটা ভেদ ,এটা নারী ,এটা পুরুষ
এর বেশি সবটাই অবশেষ।
আর বেশি সবটাই শুধু ফাঁকি
মিলেমিশে জাত ভেদ। ধর্ম ভেদ। উঁচু নিচু হাজারো ভেদ।

দশটা  মানুষ একসাথে
দশটা মানুষের কুড়িটা হাত ,না হলেও একশোটা আঙ্গুল।
আঙ্গুলের সাথে আঙ্গুল জুড়ে দেও
সময়ের সাথে মানুষ জুড়ে দেও একই মানচিত্রে ,একই জাতে।
একই ধর্মে ,একই কর্মে ,একই জীবনযাত্রায়
মনুষত্ব সম্বল এক নতুন জন্ম মানুষ জন্ম। 

No comments:

Post a Comment

হারানোর কবিতা

একটা অপ্রিয় জীবন হঠাৎ যদি হারিয়ে যায়  কি এসে যায় তাতে এই শহরের  , ধুলোবন্দি ফটোফ্রেম ,রং ওঠা দেওয়াল ,পুরোনো রেডিওর গান  ফিসফিস করা তোমার কণ্...