Sunday, July 26, 2015

এক মুঠো আকাশ

এক মুঠো আকাশ
.............. ঋষি
========================================
পথকে পা মেপে মেপে ভুলে যাওয়া
ভুলে যাওয়া গোলাপের সেই শুকনো পাঁপড়ির আকুতি।
তুমি কি শুনতে পারছো
মাথার উপর আকাশ ভেঙ্গে পরা মেঘলা দিনে।
নেই বর্ষাতি  ,নেই ছাতা
নিশ্চিন্তে কাদা মাটি  মাখা আমি।

দু-দন্ড তাকিয়েই বুঝেছিলাম তোমার বিষয় মুখ বদলে গেছে
তোমার চশমার হাই ভোল্টেজে স্যাতস্যাতে নোনতা।
জানি আজ আর কফির কাপে ঠোঁট রাখো না তুমি
আসলে একলা থাকতে ভয় পাও।
ভয় পাও নিজেকে যদি আবারও হারাও
তুমি কি বুঝতে পারছো।
মাথার উপর ছাতা ,ছাতার উপর আকাশ
আর আকাশের ওপারে।
তুমি মুঠোয় করে আকাশ রাখতে চেয়েছিলে
অথচ চিরকালীন একলা।

তোমার অন্তহীন জানলার কাঁচ তুলে আমি বৃষ্টি দেখছি
আকাশ থেকে নেমে আসছে মুহূর্তরা গল্পঝুড়ি।
তোমার অবয়বে পযাটি স্পর্শে সময়
সদ্যজাত কিছু মারাত্নক ভুল আমার হৃদয়ে।
টানাপোড়েন দুলতে থাকা দোলনায় ইচ্ছারা
স্তব্ধহীন ,পথ হারায় ,আকাশে মেঘে।

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...