Saturday, July 4, 2015

পূর্ণতায় য ন্ত্র না

পূর্ণতায় য ন্ত্র না
................... ঋষি
=========================================
একটু একটু করে সরে যাচ্ছে রাত
যেমন সরতে থাকা দূরত্বের কল্পনাতে অবিশ্রান্ত ভয়।
প্রতিকী বলে এখানে কিছু নেই
শুধু আশ্রয়ে লোকানো পরম প্রিয় পাওয়ার স্পর্শে
আমার কবিতারা ডুকরে কাঁদছে।

 জমা হচ্ছে গোপন অন্ধকারে
রাতের ফিসফাসগুলো। গভীর। তলহীন।.
কোনো অন্য গ্রহের শরীরের কাব্যের মত নিশ্চিন্ত
আকার চাইছি। থামতে চাইছি। মুখভরা নাম।
প্রতীকতা।হারাচ্ছে দৈনন্দিন
পৃথিবীর আকর্ষণের বদলে প্রত্যাকার্ষণ বলে যদি কিছু থাকে
সে যে স্থিতিস্থিল তার প্রমান কই ।
সবার সাথে আমিও ছুটছি। সরে যাচ্ছে পায়ের পাতার দুরত্ব
এক থেকে একাধিক ,,আরো অনেক
কোষঘর পূর্ণতায় য ন্ত্র না।

স্বল্প দীর্ঘ। তাগিদ। আঙুলের স্পর্শ চেয়ে
খেলা ধরছে যন্ত্রণা। মুখ বিকৃতি। দ্রবীভূত আলকহোলিক  মুগ্ধতা।
একটু একটু করে সরতে থাকা রাতে
প্রতিকী দূরে দাঁড়িয়ে নতুন দিনের সন্ধানে।
শুধু নিকটবর্তী আশ্রয়ে কবিতার বুকে অসংখ্য আঁচড়
টুকরো টুকরো ছবি কবিতারা কাঁদছে। 

No comments:

Post a Comment

হারানোর কবিতা

একটা অপ্রিয় জীবন হঠাৎ যদি হারিয়ে যায়  কি এসে যায় তাতে এই শহরের  , ধুলোবন্দি ফটোফ্রেম ,রং ওঠা দেওয়াল ,পুরোনো রেডিওর গান  ফিসফিস করা তোমার কণ্...