Sunday, July 26, 2015

মোহনা


মোহনা
............ ঋষি
============================================

তোর ওই বুকের মাপের ছোটো একটা দেশ আছে 
এক মুঠো মাটি। 
অস্তিত্ব ভ্রমে দুরন্ত কোনো অন্ধকারগামী ট্রেন 
কু ঝিক ঝিক ,কু ঝিক ঝিক। 
এগিয়ে চলে আলোর পথে 
আরো উজ্বল কোনো অন্তহীন বাসনা বুকে। 


নদী ভুল করে না ,সমুদ্র ভুল করে 
নদীর সার্বিক পরিমান সমুদ্রের  উত্তাল ঢেউয়ের মতন। 
আছড়ে পরে বুকে 
ছুঁয়ে চলে যায় বারংবার শাখা প্রশাখায় ছড়ানো উজ্বল উপস্থিতি। 
একটা দেশ ,একটা বিশ্ব ,একটা জীবন 
বেঁচে যায় মিষ্টি জলে। 
অথচ সমুদ্র চিরকালীন বিশাল এক আকাশের নিচে 
অন্তহীন গভীরতায় বিশ্বাসী কোনো স্পর্শ। 
হৃদয় জুড়ে গম্ভীর অবস্থান 
সবটাই  জুড়ে থাকে বৃহৎ হৃদয়ে ক্ষুদ্র ক্ষুদ্র ঝিনুক। 
তার ভিতর মুক্ত ,লুকোনো বালি ,নোনা জল 
নোনা স্পর্শ ,স্পষ্ট ছুঁয়ে থাকে জিভে। 

তোর ওই বুকের মাপের একটা ছোটো সমুদ্র আছে 
আমি সেই সমুদ্রে ক্ষুদ্র নদী তোর নাভি বেয়ে। 
চিনচিন ব্যাথা ,অদ্ভূত এক উপস্থিতি 
সাথে থেকে ভালো থাকা এক সমুদ্র জল। 
ছোটো এক নদী তোর মোহনায় 
পাল লাগানো এক রুপোলি নৌকা ।
 

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...