Friday, July 3, 2015

সত্যি বনাম মিথ্যা

সত্যি বনাম মিথ্যা
...................... ঋষি
==============================================

সত্যি কোথাও  ফেরানো যায় না
সামনে হাওয়ায়  আটকানো জানলার পাল্লাগুলো খুলে গেল।
আসলে সত্যিকে কখনো আটকানো যায় না
সামনে খোলা বিষাক্ত সারণী ,উঁচু ,নিচু সন্তানসম্ভবা  পেট।
অসংখ্য টানাপোড়েন ,বিষাক্ত চাহুনি
বিষাক্ত সভ্যতা মিথ্যার আড়ালে।

জন্মাছে মুহুর্তে মুহুর্তে মিথ্যাগুলো
জন্মাচ্ছে  প্রতি  মুহুর্তে বিষফল সত্যের মত দেখতে।
সৃষ্টি খাচ্ছে চিবিয়ে চিবিয়ে মিথ্যার নির্যাস
সৃষ্টি শুনছে  নিত্যনতুন মিথ্যার জয় ঢাক।
এক দিকে অজানা বলছে জানাতে মিথ্যে নেই
অন্যদিকে যারা জানছে ,সকলে বলছে।
মিথ্যা ,মিথ্যা ,মিথ্যা
এই মিথ্যা সভ্যতা।

সত্যি কোথাও  ফেরানো যায় না
সামনের খোলা জানলা দিয়ে এক বুক আলো।
অন্ধকার নেই জীবনের পবিত্র আত্মায়
উঁচু ,নিচু সন্তান সন্তানসম্ভবা জারজ মিথ্যাগুলো।
আজ যতই চোখ রাঙাক সভ্যতার হুইসেলে
হুইসেল বাজছে সত্যি জিতবেই। 

No comments:

Post a Comment

হারানোর কবিতা

একটা অপ্রিয় জীবন হঠাৎ যদি হারিয়ে যায়  কি এসে যায় তাতে এই শহরের  , ধুলোবন্দি ফটোফ্রেম ,রং ওঠা দেওয়াল ,পুরোনো রেডিওর গান  ফিসফিস করা তোমার কণ্...