Wednesday, July 15, 2015

ম্যানিকুইন


ম্যানিকুইন
................... ঋষি 
=======================================================
ধু ধু প্রান্তরে ম্যানিকুইনগুলো সব সারি দিয়ে সাজানো 
নিজস্ব বর্ণের ভিতর ,
নিজস্বি সহজপাঠ খুলে একা হয়ে যাচ্ছি। 
বর্মের ভিতর নাইটদের সমাধির ভিতর 
প্রাচীন ঐশ্বর্যগুলো ভীষণ নাগরিক। 
ঠিক যেন অনবরত বাফারিং নিজস্ব সিস্টেমে 
কি চাইছি আর কেন। 

উত্তর খোঁজার পালা শুরু করলেই মনে পরে মাধ্যমিকের ম্যাথ পরীক্ষা 
সব অঙ্ক পারবো কনফিডেন্স ছিল। 
তবুও কেন ভয় ছিল সাদা পাতার নিবে আটকানো পৃথিবীতে 
ভয়টা থেকেই গেছে আজকাল। 
আসলে আমি সহবাস করি সাপের কুণ্ডলীর মত
বিষদাঁত নিয়ে চিৎকার করে বলি...ছোবল দে...ছোবল দে ,দে বিষ। 
তখন জীবন কেন জানি  আলসেমির গলিপথ হয়ে যায়  
সাজানো  ম্যানিকুইনগুলো রূপকথার মত জ্যান্ত। 
বলে চলে অজস্র চিত্কারে নিজেদের কথা 
কিন্তু আমার কথা শুনবে কে। 

মরুভূমির মরিচিকার মত একটা তৃষ্ণা থেকেই যায় 
নিজস্ব বর্ণের ভিতর। 
পরে থাকা ফিনিক্সের খাঁচাগুলো জোড়ালো শব্দে উপস্থিতি জাহির করে 
মাধ্যমিকের অঙ্কের লেটার মার্কস জীবন তৈরী করতে পারে না। 
ম্যানিকুইনগুলো হাসতে থাকে সারি বাঁধা জোকারের মত 
অন্য দিকে আমি ও ফ্যালফ্যাল করে চেয়ে থাকি তাদের দিকে 
আমাদের তোমাদের দলে নেবে গো। 

No comments:

Post a Comment

হারানোর কবিতা

একটা অপ্রিয় জীবন হঠাৎ যদি হারিয়ে যায়  কি এসে যায় তাতে এই শহরের  , ধুলোবন্দি ফটোফ্রেম ,রং ওঠা দেওয়াল ,পুরোনো রেডিওর গান  ফিসফিস করা তোমার কণ্...