Thursday, July 30, 2015

মা তুমি শুনো না


মা তুমি শুনো না 
................... ঋষি
==============================================
গায়ের সাথে আটোসাটো জামাটা
মা আমি বাড়ছি স্বয়ংক্রিয় প্রসেসিং মিক্সচারে। 
সমস্ত আন্দোলনের পর ,দুচার রাউন্ড পিস্তল বন্দুকের পর 
কয়েক পেগ ইংরাজি আর ঝালমুড়ি। 
মাইরি জমে ক্ষীর স্পন্দনের কবিতার উপর স্তর 
মা আমি হাসছি বারংবার আরো যন্ত্রনায়। 

তোমার কথা আর লিখবো না..........,  আর মা 
এবার চলে আসি কোনো রাম্পে ক্যাটওয়াক করা সেক্সিফিগারে। 
ইচ্ছে করে ছুড়ি চালিয়ে দি খোলা স্তনে
আমার মুখে স্তন ,স্তনের মুখে স্তব্ধতা ,,,,,,নিস্তব্ধতা। 
আরো নিচে নামী ,ঢুকিয়ে দেব নাকি ,,,,পুরো চেপে 
ছুরিতে আর ধার নেই মা। 
আহা। .....প্লিস বোঝো না কেন নগ্নতা লজ্জা নেই 
আমিও তো এসেছি নগ্ন হয়ে তোমার বুকে। 
কিন্তু মা,,,,,,,,,,, ইশ ভুল হয়ে গেল 
তোমাকে কেন এই নরকে ডাকছি।    
আমি তো নরকে আছি, গা ঘিন ঘিন মৃতদের পাশাপাশি 
এই সময় এক পেগ রাম আর গঙ্গা জল ,
দারুন না। 

গায়ের সাথে আটোসাটো জামাটা 
বাই প্রসেসিং সদ্য ফেরত জিমের শরীরে বাইসেপে চাপ। 
গুরু কি ফিগার বানিয়েছো সোজ্যেনেগার ফেইল 
সত্যি ফেইল এই সভ্যতা ,এই বন্যতা ,এই নগ্নতা। 
আর্টিফিসিয়াল রসায়নে সবটাই কেমন আঁশটে  গন্ধ 
মা তুমি শুনো না ,শুধু এতটুকু ,,,,,,,,,,, প্লিস আর একটা জন্ম দেবে। 

No comments:

Post a Comment

হারানোর কবিতা

একটা অপ্রিয় জীবন হঠাৎ যদি হারিয়ে যায়  কি এসে যায় তাতে এই শহরের  , ধুলোবন্দি ফটোফ্রেম ,রং ওঠা দেওয়াল ,পুরোনো রেডিওর গান  ফিসফিস করা তোমার কণ্...