Sunday, July 5, 2015

চু কিত কিত

চু কিত কিত
.................. ঋষি
=================================================
একটা সময় বাংলা কিনতে গেছে
আরে নেশা  না কোনো ,,,,,,,,,,,,,,,বর্ণ।
ক্লিভেজের ঢাল বেয়ে পোর খাওয়া রৌদ্র আশ্রয় খুঁজছে
কোনরম ইতরামি না করে।
স্বপ্নের শহরে ভ্যালিয়াম টেন নিয়ে
বুক ধরা যায় ,,,তবে দুর্বলতায় সময়ের ভাঁজে।

চু কিত কিত একটা চুক্তি খুঁজছে শব্দমন্ডলী
আর শব্দমন্ডলীর ঐকান্তিক  প্রচেষ্টায় গোল টেবিল বৈঠকের স্থির।
কোনো ম্যাগাজিনের পাতায় ক্লিভেজ শব্দের অর্থ খুঁজি
নিজস্ব কল্পনায়।
কত গিগাহার্জ মেমরি স্টেবেল হবে
কত বিলিয়ন শরীরের নগ্নতা নিজস্বি ক্লোসসার্কিট আয়নায়।
নিজস্ব প্রেমিকার শীত্কারে আঙ্গুল গুঁজে বলি
আই লাভ ইউ ,,,,আই লাভ ইউ।
পৃথিবী ঠান্ডা হবে চু কিত কিট একটা আদরনীয় শব্দে
চোখ বন্ধ করে অন্ধ কল্পনায়।

একটা সময় বাংলা কিনতে গেছি
আর বাংলা শুয়ে পশ্চিমী দুনিয়ার হরেক মালে লুকোনো ডার্ক মিডিয়ায়।
ক্লিভেজ টিভেজ ছাড়ো সোজা একে এক কেল্লা ফতে
কোনরকম ন্যাকামি না করে।
স্বপ্নের শহরে লাগুক না  ভ্যালিয়াম টেন
প্রবলেম একটাই জীবিত ইচ্ছারা যদি  মরে যায়। 

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...